অবতক খবর,১লা জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ১৯৯৬ সালে ১লা জানুয়ারি জাতীয় কংগ্রেস ভেঙ্গে মাননীয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়।
সেই থেকেই সারা রাজ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকের দিনে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
তাই আজ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এর নেতৃত্বে সকালে ব্লকের প্রত্যেকটি বুথে বুথে দলীয় পতাকা উত্তোলন পুষ্প অর্ঘ্য নিবেদন করার মধ্য দিয়ে, বেলা দশটায় মন্তেশ্বরের কুসুমগ্রামে ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সংলগ্ন প্রাঙ্গণে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও ব্লক সভাপতি কুমারজিত পান, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান , দলীয় সংগঠনের তাৎপর্য আলোচনার মধ্য দিয়ে ৩ থেকে ৪ হাজার দলীয় কর্মীদের বসিয়ে বনভোজনের সঙ্গে একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ২৮তম দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিত পান, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, সকাল সংগঠনের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি থেকে বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ, বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান , অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সহ দলীয় কর্মীরা।

প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বক্তব্য রাখতে গিয়ে, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল নেতৃত্ব ও কর্মীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর বিধানসভা থেকে জেলার মধ্যে, রেকর্ড ভোটে দলের প্রার্থী জয়ী হয়ে নির্বাচিত হবার আহবান জানান তিনি।