অবতক খবর,১১ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুযায়ী, মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকালে ৬ দফা দাবিতে একটি মিছিলের মাধ্যমে মন্তেশ্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিক প্রজ্ঞা পারমিতা মহাশয়া কে স্মারক লিপি জমা দেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকারী সভাপতি বুলবুল আহমেদ, জেলা কিষান কংগ্রেসের সভাপতি ও প্রদেশ কংগ্রেস সদস্য জ্যোতির্ময় মন্ডল, মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের আহবায়ক বাদশা সিকান্দার মল্লিক, জেলা মহিলা কংগ্রেসের নেত্রী সরস্বতী হাজরা ,মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেসের সভাপতি, কাজী সাহিদ , পূর্বস্থলী উত্তর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি আজিজ খান, সহ মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।
বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জ্যোতির্ময় মন্ডল ও ব্লক কংগ্রেসের আহবায়ক বাদশা সিকান্দার মল্লিক জানান সারা রাজ্যের সঙ্গে আজকে মন্তেশ্বর ব্লকেও ৬দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে স্বরলিপি জমা দেওয়া হয় সেই দাবিগুলি হইল জমির ষোলআনা মিল নেই বলে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি।
গরিব মানুষদের অবিলম্বে জমির ,পার্টটা দেওয়ার দাবী।
মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মৌজার খাস জমির খতিয়ান অবিলম্বে তৈরি করার দাবি।
জমির মিস কেস ফেলে না রাখার দাবি।
ভূমি সংস্কার দপ্তরে অবিলম্বে দালাল চক্র বন্ধ করার দাবি, সহ ছয় দফা দাবী আজকের এই স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান তারা।