অবতক খবর,১০ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ব্লক এন ,আর,জি,এস, উন্নয়নের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা থেকে আসা জেলা টেকনিক্যাল আধিকারিক অরিজিৎ আদিত্য, বিডিও গোবিন্দ দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ ,মন্তেশ্বর ব্লক J,P,O, সোমনাথ সোমনাথ আশ , ব্লক APO সৌমেন শীল, ব্লক প্রোগ্রাম আধিকারিক কৃপা সিন্ধু বসু, মন্তেশ্বর ব্লক এন আর জি এস CA গৌতম রায় ,ব্লক টেকনিক্যাল এসিস্ট্যান্ট বিদু ভূষণ মন্ডল, ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এন, আর, জি, এস, এর কর্মীরা । জেলা এন ,আর,জি,এস , টেকনিক্যাল আধিকারিক অরিজিৎ আদিত্য জানান জব কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করে ব্যাংকে NPC লিংক , মৃত ব্যক্তিদের নাম জব কার্ড থেকে বাদ দেওয়া, এন আর জি এস এর যেসব কাজগুলি শেষ করতে বাকি আছে, সেই কাজগুলি দূরত্ব করার জন্য ব্যবস্থা গ্রহণ করে শেষ করার বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি।