অবতক খবর,১৪ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ বৃহস্পতিবার বিকালে মন্তেশ্বর ব্লকের মিটিং হলে বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এর উপস্থিতিতে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দপ্তর বন্টন করা হয় । প্রশাসন সূত্রে জানা গেছে, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মোট সিট সংখ্যা 39 , একটি সিটে পঞ্চায়েত সমিতির ভোটের আগে সিপিআইএমের প্রার্থী মারা যাওয়ায় ভোট হয় নাই । ৩৮ টি পঞ্চায়েত সমিতির সিটে ভোট হয় তার মধ্যে ৩৭ টি পঞ্চায়েত সমিতির সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয় লাভ করে। গত ২রা সেপ্টেম্বর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের দ্বারা স্থায়ী সমিতি গঠন কর হয়।

এদিন বিকালে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে স্থায়ী সমিতির নির্বাচিত সমস্ত সদস্যদের নিয়ে একটি বৈঠকের মাধ্যমে কর্মাধ্যক্ষ করা হয়। এই বৈঠকের মাধ্যমে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নির্বাচিত হন রাকিবুল শাহ , খাদ্য কর্মাধ্যক্ষ হয় লালন শেখ , বন ও ভুমি কর্মাধ্যক্ষ হয় আতিকুর রহমান শেখ, মৎস্য প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ হয় হিল্লোল বন্ধু , শিক্ষা কর্মাধ্যক্ষ হয় শুভাশিস ভট্টাচার্য, জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ হয় হাবিব শেখ, নারী ও শিশু সমাজ কল্যানের কর্মাধ্যক্ষ হয় চুয়া সোম,, সহ ৯টি সমিতির কর্মাধ্যক্ষ গঠনের মাধ্যমে দপ্তর বন্টন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর ব্লকের নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য, ও অন্যান্য ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রতিমা সাহা সহ নির্বাচিত সমস্ত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা ।