অবতক খবর,৪ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: স্বর্ণ শিল্পীদের নিয়ে আজ নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বর থানায়। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতির উদ্যোগে মন্তেশ্বর ব্লকের প্রায় ৬৫ জন স্বর্ণ শিল্পী সহ থানার সমস্ত আধিকারিকরা দিনে বৈঠকে উপস্থিত ছিলেন।

দোকানের ভিতরে ও সামনে সিসিটিভি ক্যামেরা , দোকানের আসা কোন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তা দ্রুত পুলিশকে জানানো , অজ্ঞাতে পরিচয় কোন ব্যক্তির কাছ পুরনো অলংকার না কেনা। অবৈধ গহনা বেচাকেনা জড়িত না থাকা সহ বিভিন্ন বিষয়ে এদিন স্বর্ণ শিল্পীদের সতর্ক করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি যে কোন প্রয়োজনে ও সমস্যায় কোন সমস্যায় পুলিশের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে।