অবতক খবর,৩০ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মাইক ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে।
মন্তেশ্বর থানার উদ্যোগে আয়োজিত এদিনের বৈঠকে মন্তেশ্বর ব্লক এলাকার প্রায় শতাধিক মাহিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি মাহিক ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করে জানান, উৎশৃংখলভাবে মাহিক না বাজানো, স্কুল কলেজ সহ কোন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় নির্দিষ্ট আওয়াজের মাধ্যমে থেকে মাইক বাজাতে হবে,
সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট আওয়াজ এর মধ্যে মাহিক বাজাতে হবে, এমন ভাবে বাজাতে হবে যেন এলাকাবাসীর কাছ থেকে থানায় কোন অভিযোগ না আসে, যে কোন উৎসব অনুষ্ঠানে প্রচুর পরিমাণে চোঙ লাগিয়ে এলাকাবাসীর অসুবিধা করে যেন না বাজানো হয়, মাহিক বাজানো নিয়ে কেউ জোর জবরদস্তি করলে সে বিষয়ে থানাকে জানাতে হবে এজন্য সকল মাহিক ব্যবসায়ীদের থানার নাম্বারও দিয়ে দেওয়া হয়। এই সমস্ত বিষয়গুলি এদিনের বৈঠকে তুলে ধরেছেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি।
ব্যবসায়ীরা জানান থানার সরকারি ও থানা নির্দেশ যথাযথভাবে মেনে তারা মাহিক বাজাবেন। মন্তেশ্বর থানার উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক বৈঠক হওয়াতে মাহিক ব্যবসায়ীরা দারুণ খুশি বলে জানান তারা।