অবতক খবর,১০ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। এলাকায় শোকের ছায়া। মৃত মানষ ভট্টাচার্য, বয়স ৩৭ বছর মন্তেশ্বরের পুটশুরী পঞ্চায়েতের পুটশুরী গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফিরে খাবার খেয়ে রাতে ঘুমোতে যান তিনি।

সকালে তার বৃদ্ধ মা ডাকাডাকি সত্বেও ঘুম থেকে না ওঠায় দরজা খুলে দেখা যায় বিছানাতেই তার অচেতন দেহ পড়ে রয়েছে। গ্রামের মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে বৃদ্ধ মা , দিদি ও ভাগ্নে রয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।