অবতক খবর,১৯ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের ছাত্র সংসদের পরিচালনায় বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের আনন্দ উৎসাহের সঙ্গে একটি অনুষ্ঠানের মাধ্যমে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ছাত্র সংসদের সভাপতি ইসারুল মন্ডল, সোহেল সিকদাররা জানান কলেজ প্রতিষ্ঠা হওয়ার প্রথম বছর থেকে এই বছরও কলেজের প্রায় ২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণের দ্বারা লং জাম্প, ১০০ মিটার, ২০০ মিটার, দৌড়, থ্রোবল ছোড়া, সহ শিক্ষক-শিক্ষিকাদের , ১০০ হাঁটা প্রতিযোগিতা সহ ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতা সহ ১৪টা ইভেন্টের মাধ্যমে আজ মন্তেশ্বর কলেজের প্রাঙ্গণের মধ্যে খেলার মাঠে মাঠে একটি অনুষ্ঠানের মাধ্যমে কলেজের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।

কলেজের এই বাৎসরি ক্রিড়া প্রতিযোগিতা বেলা ১১ -৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করেন। প্রত্যেক প্রতিযোগিতার ইভেন্টের প্রথম, দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকারী সফল ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে জানান তারা ।

কলেজের এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ও কলেজের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা । কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এই বাৎসরিক ক্রীড়া সম্পর্কে বলেন খেলা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ। এই সম্পর্কে তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন খেলার মাধ্যমে একবারে যেমন শরীর গঠন হবে। তেমনি খেলাধুলার মাধ্যমে ভালো ভালো চিন্তা বাড়িয়ে পড়াশোনার দিকে মন বাড়িয়ে তুলবে, তার ফলে লেখাপড়ার ভালো হবে বলে জানান তিনি।