অবতক খবর,১৬ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ডঃ গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এর সাথে কয়েকজন অধ্যাপকের মতপার্থক্যের কারণে গত কয়েক মাস ধরেই মন্তেশ্বর কলেজে সমস্যা তৈরি হয়েছে। প্রায় এক মাস আগে পরিচালন সমিতির পক্ষ থেকে সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল।
সেখানেও পরিচালন সমিতির সভাপতি মন্তেশ্বরের বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উপস্থিত থাকলেও সমসাগুলির সমাধান হয়নি। সোমবার কলকাতা বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে ADPI মধুমিতা মান্না ও JDPI সম্রাট নস্কর সহ কয়েকজনের প্রতিনিধি দলের বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের আধিকারিকরা মন্তেশ্বর কলেজে আসেন। সঙ্গে ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও পরিচালন সমিতির সদস্যরাও। প্রতিনিধি দল কলেজের বিভিন্ন ঘর সহ কলেজের আবাসিক সহ কলেজের বিভিন্ন জায়গা ঘুরে পরিদর্শন করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি তথা মন্তেশ্বরের বিধায়ক, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ অধ্যক্ষ বসন্ত খামরুই ও অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাদের সাথে বৈঠক করে কথা বলেন। প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন। কয়েক ঘন্টা থাকার পর তারা কলেজ ছাড়েন। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বিকাশ ভবন এর শিক্ষা দপ্তরের আধিকারিকরা সকলের সাথে কথা বলেছেন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিয়ে গিয়েছেন বলে জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।