অবতক খবর,৯ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান;বাপ ঠাকুরদার প্রচলিত ঐতিহ্য বজায় রাখতে, নবান্ন উৎসব উপলক্ষে দীর্ঘদিনের হয়ে আসা মন্তেশ্বর গ্রামের হাটপাড়ায় সিদ্ধেশ্বরী সংঘের উদ্যোগে প্রাচীন শতাব্দীর হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির একটি অঙ্গ চারদিনের নবান্ন উৎসব উপলক্ষে আজ নবান্ন উৎসবের প্রথম দিনে সিদ্ধেশ্বরীর মাতার প্রাঙ্গণে মঞ্জিল ব্যানার্জীর রচিত শেষ রাতের সানাই যাত্রাপালা অনুষ্ঠিত হয় ।
যাত্রাপালার উদ্যোক্তারা চম্পক রেজ , বাপ্পাদিত্য রায়, তারকনাথ চক্রবর্তীরা জানান, বাপ ঠাকুরদার আমল থেকে নবান্ন উৎসবে হয়ে আসা এই ঐতিহ্য বজায় রাখতে এলাকার ও পাড়ার যাত্রা শিল্পী সহ যুবকরা মুখিয়ে থাকে এই দিননের জন্য ।গ্রামের যুবকদের দ্বারা যাত্রাপালার বই নির্বাচিত করে দুই মাসের উপর রিহাসিলের মাধ্যমে মুখস্ত করে , কাটোয়া বা বর্ধমানের ফিমেল ও ড্রেস ভাড়া করে এই যাত্রাপালার মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে, যাত্রাপালাকে ফুটিয়ে তোলা হয় এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তাই প্রত্যেক বছরের ন্যায়, আজ নবান্ন উৎসবের সন্ধ্যায় আরম্ভ হয় মঞ্জিল ব্যানার্জীর রচিত যাত্রাপালা শেষ রাতের সানাই।
প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে অনেক রাত পর্যন্ত এই যাত্রাপালা দেখা ও শোনার জন্য মহিলা সহ মানুষজনের ভিড় হয় চোখে পরার মত। এই উপলক্ষে গ্রামের প্রত্যেক বাড়িতে আসে আত্মীয়-স্বজন।
যাত্রা শিল্পীরা বলেন এই প্রাচীন শতাব্দীর বাংলার লোকসংস্কৃতি যাত্রাপালা হারিয়ে যাচ্ছে, এটাকে বজায় রাখতে গেলে প্রত্যেক গ্রামের, অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাপালা পরিবেশন করা দরকার বলে তারা জানান।