অবতক খবর,৫ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃডাকাতিতে জড়িত অভিযোগে একটি মোটরবাইক সহ একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত রাজা শেখ জামনা পঞ্চায়েতের কুলে গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে মেমারি মালডাঙ্গা রাস্তায় ঝিকরা ব্রিজ মোড় এলাকায়
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে ৩-৪ জনকে পুলিশ ধরে তাদের কে জেরা করে রাজা শেখ এর নাম উঠে আসে। তারপর থেকেই রাজা সেখ পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল গভীর রাতে ভাগরা বাজার এলাকায় অসৎ উদ্দেশ্য নিয়ে মোটরবাইক সহ ঘুরে বেড়াচ্ছিল। মন্তেশ্বর থানার পুলিশ গোপন খবর পেয়ে ভাগরা বাজার এলাকায় ঘটনাস্থলে গিয়ে রাজা শেখ কে গ্রেপ্তার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।ধৃত কে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।