অবতক খবর,৪ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: বিজ্ঞানসম্মত মাছ চাষে উৎসাহ দিতে মন্তেশ্বর ব্লকের ২১জন জন মৎস্যচাষীদের হাতে প্রত্যেককে ১হাজার পিস করে মোট ২১হাজার পিস রুই, কাতলা , পোনা , মাছের চারা তুলে দেওয়া হয়। জল পরিষ্কার রাখার জন্য রুই , কাতলা পোনা মাছের প্রত্যেক চাষী কে ২০ কেজিকরে চুনও দেওয়া হয়।
এই রুই , কাতলা পোনা মাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস,জয়েন্ট বিডিও সোমনাথ সাউ,পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু, ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক শুভেন্দু হালদার।
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মদক্ষ হিল্লোল বন্ধু বলেন বিজ্ঞানসম্মত মাছ চাষ করলে মৎস্যজীবীদের আয় বাড়বে। এই দিন বিনামূল্যে রুই, কাতলা, পোনা ,মাছের চারা মৎস্যজীবীদের দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান আগামী দিনে মাছের খাবার, ও আরও চারা পোনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পোনা মাছের চারা দেওয়ার উদ্যোগে চাষীরা দারুণ খুশি।