অবতক খবর,৪ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত আক্কেল শেখ ও শরিফুল শেখ মন্তেশ্বর এর দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা বাবা-ছেলে। শুক্রবার সন্ধ্যা নাগাদ মৌসা গ্রামে আক্কেল, শরিফুল সহ কয়েকজনের মারধরে মৃত্যু হয়েছিল হাসিবুল শেখ ২৭ বছর বয়সী মৌসা গ্রামেরই বাসিন্দার। মৃতের এক খুড়তোতো দাদা রবিউল শেখ বলেন, একটি বাড়িকে তৈরি কে কেন্দ্র করে এমনিতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল।
এর সাথে জমি বিবাদ তো ছিলই শুক্রবার বিকালে দুইটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয় । সে সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচসা ও অশান্তি শুরু হয়। অভিযোগ সে সময় আক্কেল শেখ এর বাড়ির জনা ছয় সাত জন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার ওপর চড়াও হয়। লাঠি, কাঁড়ি, কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করা হয় বলে অভিযোগ। হাসিবুলকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয়।
এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসিবুল কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত কয়েকজনকে বর্ধমান হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে।। জানা গিয়েছে,হাসিবুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। কিছুদিন আগে বাড়ি ফিরেছিল হাসিবুল। দুর্ঘটনার পর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। পুলিশ জানায় , অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুটশুরি পূর্বস্থলী রাস্তার সমষপুর ব্রিজে এলাকা থেকে আক্কেল শেখ ও শরিফুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে।।
পুলিশ জানায় ঘটনায় এরাই মূল অভিযুক্ত। বাকি অভিযুক্তদেরও সন্ধান চালানো হচ্ছে। ধৃতদের শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় সাত দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে।। শনিবার হাসিবুলের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।