অবতক খবর,৮ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বরের এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই নাবালিকা কিশোরীকে মালডাঙ্গা ও কুসুমগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় নাবালিকার নিখোঁজ এর বিষয়টি অভিযোগ করে জানানো হয়।

তদন্ত নেমে পুলিশ বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে আজ সকালে একজন কিশোরী নাবালিকাকে মালডাঙ্গাবাস স্ট্যান্ড ও অপরজন নাবালিকা কিশোরীকে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড এলাকা থেকে ওই দুই কিশোরী থাকার সন্ধান পায়। পুলিশ জানায় মন্তেশ্বর থানার পুলিশ মালডাঙ্গা ও কুসুমগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার হওয়া দুই কিশোরীকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানা পুলিশ।