অবতক খবর,২০ ডিসেম্বর: শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন কিশোর কিশোরী মনের আনন্দে নৃত্য প্রদর্শন করল শহর বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে।
কথা বলতে না পারলেও কি হল মনের ভাব প্রকাশ করাতে এক ইশারায় কাফি হে। যদিও আর পাঁচ জন বাচ্চার মতন ওরা মা বলে ডাকতে পারেনা, কিন্তু ওদের মায়েদের এতে কোন আফসোস নেই। বরং ওই মায়েরা চাই ছেলে মেয়েরা যেন মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে ।
আগামী দিনে জেলা তথা রাজ্যের বুকে সুখ্যাতি অর্জন করতে পারে। তবে প্রত্যেক দিব্যাঙ্গরা পড়াশোনা করে করে খেলাধুলো, নৃত্য মুখাভিনয় এবং সর্বোপরি কবিতার সাথে মাইম করছে তারা। কেউ আবার ভালো ছবি আঁকে কেউ বানায় ঠাকুর। তারা প্রত্যেকেই শিল্পী
এই বর্তমান সমাজে ডানা মেলে মুক্ত দিগন্তের পথে উড়ে যেতে চাই তারা।
তাদের এই পথকে আরো সুগম করার চেষ্টা করছে গুটি কয়েক মানুষ।
তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনে তোমাদের পথ চলা আরো মসৃণ হয়ে উঠুক।