অবতক খবর,৮ সেপ্টেম্বর: আজ কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির বিবেকানন্দ সভাকক্ষে “কাঁচরাপাড়া সংবর্তক সিনে সোসাইটি ও সম্প্রীতি মনন” এর উদ্যোগে সিনে সোসাইটির মুখপত্র মনতাজ পত্রিকার বিশেষ সংকলন “শতবর্ষে মৃণাল” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। উদ্বোধক ও আলোচক ছিলেন অধ্যাপক ড.অলোক চট্টোপাধ্যায়। বিষয়:”ভারতীয় ছবির নবতরঙ্গ এবং মৃণাল সেন”।

তিনি মৃণাল সেন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। মৃণাল এবং সত্যজিতের মধ্যে পার্থক্যের দিকগুলো বিশেষভাবে আলোচনা করেন। মৃণাল সেনের রাতভর, আকালের সন্ধানে এবং নীল আকাশের নিচে তিনটি চলচ্চিত্রে ব্যবহৃত তিনটি সঙ্গীত পরিবেশনা করেন অতনু মজুমদার। সম্প্রীতি মনন সম্পাদক দীপক মিত্র চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে মনতাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক সাহিত্যিক সুনীতি মালাকার সমাজ জীবনে ও বাস্তব প্রেক্ষাপটে মৃণাল সেনকে নিয়ে ধারাবাহিক আলোচনার প্রয়োজন মনে করেন।

মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করেন তমাল সাহা। বক্তব্য রাখেন অর্ণব চক্রবর্তী।
মৃণাল সেনের চলচ্চিত্রের বিভিন্ন দিক ও নব তরঙ্গ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে অনুষ্ঠানটি সুন্দর সঞ্চালনা করেন আবীর মজুমদার।

সবশেষ অনুষ্ঠান ছিলো – চলচ্চিত্র প্রদর্শন – কলকাতা ৭১ (পরিচালক : মৃণাল সেন)