অবতক খবর,১০ সেপ্টেম্বর,মধ্যমগ্রাম :বাঙালিরা মূলত পহেলা বৈশাখের দিন গণেশ বন্দনা করে থাকেন। তবে গোটা দেশে গণেশ চতুর্থীর দিনই গণেশ বন্দনা হয়ে থাকে। গত ১৯ বছর ধরে মধ্যমগ্রামের সুকান্ত নগরে বসু রায় বাড়ির পুজো সাধারণ মানুষের মন জয় করে রয়েছে।

সুকান্ত নগরসহ আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ আসেন এই পুজোতে। পুজোর কয়েকদিন বাড়ির মানুষজন বাড়িতে আসা মানুষের অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন সেই সাথে নানা স্বাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন কাটে। এই পুজোর অন্যতম আরেকটি বিশেষত্ব হচ্ছে মূর্তি নিজের হাতেই বানান বাড়ির কর্তা বিশু রায় বসু।

বিদায় বেলা পরিবারের মুখে বিষন্নতার ছাপ তাদের একটাই কামনা আবার এসো বাবা সুকান্ত নগরে বসু রায় পরিবারে।