অবতক খবর,১১ ডিসেম্বর: বাংলার লোকসংস্কৃতি আজ প্রায় লুপ্তপ্রায়। দেখা যায় না সেইসব মাটির গান নাচ। আদিবাসী ঝুমুর টুসু ভাদু বাউল গান ও নাচ।

সোমবার রাতে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী নজরুল স্মারক মুক্তমঞ্চে ঝুমুর বাউল গান ও নাচের তালে দর্শকদের মন জয় করে সুন্দরবন দীনবন্ধু আদিবাসী ঝুমুর সম্প্রদায়ের লোক শিল্পীরা। শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীদের পরিবেশন।