অবতক খবর,৫ মার্চ:  মধ্যমগ্রাম পিসি শাশুড়ি খুনের ঘটনার পুনরনির্মাণ করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনার আগের দিন যেভাবে তারা পুকুরে অস্ত্র ফেলেছিল তা থেকে শুরু করে ঘটনার দিন সকালবেলা ভ্যান ডেকে আনা সেখান থেকে দোলতলায় নিয়ে আসা ও দোলতলা থেকে আরিটলা পর্যন্ত নিয়ে যায় পুলিশ ।

তবে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে নতুন তথ্য যা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের । খুনের আগে সুমিতা ঘোষকে নিয়ে তার স্বামী ও এক আইনজীবীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল হলে কি কারণে তাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সে কারণে জিজ্ঞাসাবাদ করা হতে পারে আইনজীবী ও সুমিতার স্বামীকে ।