অবতক খবর,২৯ ডিসেম্বর: শীতের মরসুমে হরেক রকমের মেলা হয়। হরেক ধরনের হৈহুল্লোড়, খাওয়াদাওয়া চলে। সেই দিক থেকে মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা মেলা অবশ্যই ব্যতিক্রমী। মধ্যমগ্রাম চৌমাথায় ১৯তম পরিবেশ সচেতনতা মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হলো শনিবার বিকালে।
এই মেলায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, অর্থ ও পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জী ও মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস সহ একাধিক পৌর প্রতিনিধিরা। এই মেলার সবকিছুই পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর।
নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষা করার সচেতনতার বার্তা দিতেই এই মেলা। রাজ্য সরকারের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, মৎস্যদপ্তর, বনদপ্তর থেকে ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান, বিকল্প শক্তি, জীববৈচিত্রের মতো স্টল রয়েছে এই পরিবেশ সচেতনতা মেলায়।
শহর শহরতলি থেকে গ্রামের মানুষজনও বাজারহাটে, দোকানে নিত্য প্লাস্টিক ব্যবহার করে চলেছেন। এ ভাবেই পরিবেশ দূষণ হয়ে চলেছে প্রতিনিয়ত। প্লাস্টিকের দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে ইতিমধ্যেই রাজ্য পরিবেশ দপ্তর একগুচ্ছ পদক্ষেপ করেছে।শহরতলিতে যাঁরা থাকেন তাঁদের আরও সচেতন করতে হবে। পরিবেশ মেলা থেকে এদিন এমনই বার্তা দেন সাংসদ থেকে মন্ত্রী সকলেই।