অবতক খবর,৯ মার্চ:  মাঠে এসেই প্রথমে ফাইনালে ওঠা দুটি দল চন্দরনগর FC ও কলকাতা পুলিশ এর প্রতিটি খেলোয়াড় এর সাথে হাত মিলিয়ে সরাসরি মঞ্চ বসে খেলা উপভোগ করলেন।তারই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামীকাল চাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে ভারতকেই এগিয়ে রাখলেন মহারাজ।তিনি মনে করে এইমুহুর্তে ভারত যে ফর্মে আছে তাদেরকে রোখা যথেষ্ট শক্ত।ভারতীয় দল এই মুহুর্তে ভালো টিম,সেরা ১১ বাদেও রিজার্ভ বেঞ্চে অনেক ভালো খেলোয়াড় বসে আছে।টিম একই থাকবে বলে আশাবাদী তিনি ।

অধিনায়ক রোহিত শর্মার অবসর নেওয়ার কোন পরিকল্পনা তিনি অন্তত দেখছেন না,রোহিত চাম্পিয়ন্স ট্রফিতে ভালো ফর্মে না থাকলেও রোহিত ভালো ফর্মেই আছে।তাই তার অধিনায়কত্ব এই মুহুর্তে ভারতকে দিয়ে চলবেন বলে তিনি মনে করেন ।
পাশাপাশি পরবর্তী অধিনায়ক শুভমন গীল হতে পারে কি না তা এখুনি মহারাজ কোন মন্তব্য করতে চাইছেন না।পাশাপাশি রিশপ পন্থ না কে এল রাহুল ফাইনালে দেখা যাবে তাও বলা সম্ভব নয়,কারণ দুজনেই ভালো পারফর্ম করছে।তবে রাহুল এগিয়ে আছে,কারণ একই টিম রাখবে টিম ইন্ডিয়া।এমনটাই মনে করেন মহারাজ।
মহারাজ এর বায়োপিক নিয়ে তিনি বলেন খুব দ্রুত সকলে সামনে আসবে ।

বায়োপিকে কি অষ্টেলিয়ার সেই বিধ্বংসী ব্যাটিং বাপি বাড়ি যা কি দেখা যাবে? এবং স্টিব ওয়াক কে মাঠে দাড় করিয়ে রাখাটি দেখা যাবে,উত্তরে মহারাজ একটি কথাই বলেন” দেখা যাক”।

মহারাজ কে দেখতে এইদিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে ভক্তদে ভির ছিলো চোখে পরার মত,মহারাজের ছবি মোবাইল বন্দি করা এবং কচিকাঁচাদের অটোগ্রাম নেওয়ার লাইনে প্রাক্তন অধিনায়ক কিছুটা হাফিয়ে উঠেছিলেন।
অবশেষ মধ্যমগ্রামে এই সুন্দর মাঠ,সব খেলার সেরা ফুটবল,ফুটবলের প্রাক্তন তারকাদের এইদিন দেখতে পেয়ে সৌরভ আপ্লুত।সর্বোপরি মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ মন্ত্রী এই উদ্যোগ এবং ব্যবস্থাপনা কে স্বাগত জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।এমেলে কাপে প্রথমার্ধ পর্যন্ত রথীন ঘোষের পাশে বসেই খেলা উপভোগ করে ভক্তদের উদ্দেশ্যে হাত নারিয়ে বিদায় নিলেম প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।