অবতক খবর,২৯ নভেম্বর: মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সুভাষ ময়দানে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা খাদি মেলা র। উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, সহ সভাধিপতি বীনা মন্ডল, রাজ্য খাদি ও গ্রামীন পর্ষদের সভাপতি কল্লোল খাঁ, জেলা আধিকারিক পিনাকি দত্ত, মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার, কর্মাধ্যক্ষ মাফিদুল হক সাহাজি, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যরা।

আজ শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য মেলা খুলে দেওয়া হল। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে পাঞ্জাবি, কূর্তি, কাপড়, আচার, শাল, কাপড় ছাড়া ও শীতবস্ত্রের ভিন্ন স্টল।এছাড়া বেত ও কাঠের আসবাব বিক্রি হবে। এ বিষয়ে জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমরা কাজ করি। গত বছর ভাল টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবার প্রায় ১৫০ টির মতো স্টল থাকছে।

মানুষ নিজের পছন্দমতো জিনিস কিনতে পারবেন। এই মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ করা গিয়েছে।