অবতক খবর,৮ ডিসেম্বর: রবিবার সকালে সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবায় মধ্যমগ্রাম বাউল ও লোক উৎসব কমিটির উদ্যোগে কলকাতা ডিসান হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিসিয়ান দের সহযোগিতায় স্থানীয় রবীন্দ্রপল্লী কবিগুরু শিক্ষানিকেতন বিদ্যালয়ের শ্রেণী কক্ষে হল বিনা ব্যয়ে স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা শিবির।

সমাজে পিছিয়ে পড়া অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেনীর বহু অসহায় মানুষ শিবিরে পরিষেবা নেন এদিন। স্বাস্থ্য শিবিরে ছিল ব্লাড সুগার, ব্লাড প্রেসার, উচ্চতা ইসিজি, দন্ত সহ সাধারণ পরীক্ষা ও চিকিৎসক দের পরামর্শ প্রদান। ছিলেন ডাঃ দীপজিৎ চৌধুরী, ডাঃ সংগ্রাম পরিয়া, ডাঃ কমলিকা সাহা। মধ্যমগ্রাম ২১ তম বর্ষের বাউল ও লোক উৎসব কমিটির সভাপতি আইনজীবী কমলেশ চন্দ্র সাহা জানান বাংলার লোকসংস্কৃতি ধারা বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবায় বিনা ব্যয়ে স্বাস্থ্য ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন। বহ অসহায় বৃদ্ধ বৃদ্ধারা পরিষেবায় উপকৃত হবেন।