অবতক খবর,১৬ নভেম্বরঃ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীকে লাগাতার কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার মধ্যমগ্রামে আধঘন্টা রেল অবরোধ তৃণমূলের।মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহা র নেতৃত্বে এই প্রতিকি অবরোধ করা হয় মধ্যমগ্রাম স্টেশনে।এরফলে কিছু সময়ের জন্য বনগাঁ-শিহালদহ শাখার ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।প্রকাশ বাবু সকল নিত্যযাত্রীর কাছে ক্ষমাপ্রাপ্তি এই রেল অবরোধ করার জন্য।কিন্তু শুভেন্দু নয় গর্দানেন্দু লাগাতার মহিলা মুখ্যমন্ত্রীকে কুকথা বলে যাচ্ছেন,একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও।অখিল গিরি যে মন্তব্য করেছে রাষ্ট্রপতিকে নিয়ে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়,দলের কেউ সমর্থন করে না,তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে এমনকি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন।কিন্তু শুভেন্দু গদ্দারটা লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন।শুভেন্দু শুধু গদ্দার নয় ও বিভীষণ ও মীরজাফর,একই সাথে শুভেন্দু নাম বদলে এখন তাকে গদ্দারেন্দু বলা উচিৎ বলে দাবি করেন প্রকাশ রাহা।

পাশাপাশি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বের মুখে লাগাতার কুকথা শোনা গেছে যা রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে লজ্জার,এই কুকথার বিরুদ্ধে বিশেষ করে বিজেপিকে জানান দিতেই এই প্রতিকি অবরোধ মধ্যমগ্রাম স্টেশনে করা হয়।যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি শিকার হয়।এই অবরোধকে কোন যাত্রীই সমর্থন করে না,যতই যাত্রীদের কাছে ক্ষমা চাননা কেন,এই আধঘন্টা সময় একজন অফিসযাত্রী একজন নিত্যযাত্রীকে গন্তব্যে পৌছাতে ভোগান্তিতে পরতেই হবে।অবরোধ তুলে নেওয়ার পরবর্তী সময় ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।










