অবতক খবর,৩১ ডিসেম্বর,অভিষেক দাস,মালদা :- মধু চাষের উপযোগী আবহাওয়া। মাঠে সরিষার ফুল ভালো এসেছে। পাশাপাশি সকালের দিকে কুয়াশা থাকছে, বেলা বাড়তেই সূর্যের তাপ যা মধু উৎপাদনের পক্ষে অনুকূল। এই সময় ভাল মধু উৎপাদন হবে।কিন্তু মধুর উৎপাদনের জন্য মৌমাছির সঠিক পরিচর্যা এখন প্রয়োজন। বিশেষ করে রাণী মৌমাছির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কোন কারণে রাণী মৌমাছি অসুস্থ হয়ে পড়লে বা পর্যাপ্ত পরিমাণে ডিম না দিলে ঘাটতি হবে মাছির বংশবৃদ্ধিতে।
মৌমাছির চাকে পর্যাপ্ত ডিম বা লাভা না থাকলে শ্রমিক মৌমাছি ফুলের পরাগ সংগ্রহ করবে না সঠিক পরিমাণে। এতে করে মধু উৎপাদন কম হবে। চাকে মধু উৎপাদন কম হলে ক্ষতিগ্রস্ত হবেন মধুচাষীরা। তাই এই সময় মধু চাষীদের নিয়মিত নজরদারি রাখতে হবে মৌমাছি বাক্সে। প্রতিটি বাক্সে চাক গুলিতে সঠিক পরিমাণে ডিম রয়েছে কিনা, পর্যাপ্ত পরিমাণে শ্রমিক মৌমাছি রয়েছে কিনা এই সমস্ত বিষয়গুলিতে নজরদারি চালাতে হবে। সঙ্গে অবশ্যই রানী মৌমাছির স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো কারণে রানী মৌমাছি অসুস্থ হয়ে পড়লে বা পর্যাপ্ত পরিমাণে ডিম না দিলে পরিচর্যা করতে হবে।
পরিচর্যার নিয়ম হল, এই সময় নতুন করে রানী মৌমাছি জন্মানো সম্ভব নয়। তাই যে বাক্সে রানী মৌমাছি সুস্থ স্বাভাবিক রয়েছে সেই বাক্স থেকে কয়েকটি চাক অসুস্থ থাকা রানী মৌমাছির বাক্সে নিয়ে আসতে হবে। এবং যে বাক্সে রানী মৌমাছি কম ডিম দিয়েছে সেই সমস্ত চাকগুলি সুস্থ স্বাভাবিক রানী মৌমাছির বাক্সে বদলাতে হবে। এইভাবে অদল বদল করে সামঞ্জস্য ঠিক রাখতে হবে বাক্স গুলির। তবেই এখন পর্যাপ্ত পরিমাণে মধু উৎপাদন হবে। কারণ বছরের এই একটি সময়। শীতের মরশুমে মাঠে সরষে ফুল ফুটলে সবচেয়ে বেশি মধু উৎপাদন হয়। তাই মধুচাষিরা এই একটি সময়ের জন্য অপেক্ষায় থাকেন। এই সময়ই পর্যাপ্ত পরিমাণে মধু উৎপাদন করতে নিয়মিত বাক্সের পরিচর্যা মাছির দেখভাল করাটা গুরুত্বপূর্ণ।