Aabtak Khabar,11 May: মদ্যপ অবস্থায় আজ ভরদুপুরে এক টোটো চালক বেসামাল হয়ে উল্টে গেলেন কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে। জানা গেছে,এই ঘটনায় কারোর কোন ক্ষয়ক্ষতি না হলেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার আকস্মিকতায় ব্যবসায়ীরা বলছেন,টোটোতে প্যাসেঞ্জার না থাকায় কেউ আহত হননি। যদি প্যাসেঞ্জার থাকত তবে বড়সড় ক্ষতি হয়ে যেত।
ইদানিং কাঁচরাপাড়া শহর জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের তরফে নাকা চেকিং চলছে। কিন্তু এই টোটো চালকদের জন্য কি ব্যবস্থা? টোটো চালকদের টোটো চালানোর ক্ষেত্রে কি কোন নিয়ম নেই? তাদের ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোন নথি কি প্রশাসন খতিয়ে দেখে? নাকি যে কেউ টোটো নিয়ে বেরিয়ে পড়লেই হলো!! নাবালক থেকে বৃদ্ধ,শহর কাঁচরাপাড়ায় দেখা যাচ্ছে সকলেই টোটো চালাচ্ছেন। কিন্তু এদের হাতেই তো রয়েছে প্যাসেঞ্জারের নিরাপত্তা। আকন্ঠ মদ্যপ অবস্থায় কি কেউ টোটো নিয়ে ভরদুপুরে বেরিয়ে পড়তে পারে?
এই টোটো এবং প্যাসেঞ্জার সংক্রান্ত একটি ঘটনা মাসখানেক আগে আমাদের প্রতিবেদকের চোখে পড়ে।
ঘটনা— কাঁচরাপাড়া জোড়ামন্দির মোড়ে সম্প্রতি যে নতুন স্পিড ব্রেকার দেওয়া হয়েছে সেখানে একটি প্যাসেঞ্জার ভর্তি টোটো,চালক ফোনে কথা বলতে বলতে একহাতে টোটো চালাতে গিয়ে সেই স্পিড ব্রেকারটি খেয়ালই করেননি। দুর্দান্ত গতিতে সেই স্পিড ব্রেকারটি পার হতে গিয়ে এক প্যাসেঞ্জারের তো পড়ে যাওয়ার উপক্রম। বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি।
এই তো অবস্থা!! এছাড়াও এই সকল টোটোর যেখানে যেমন খুশি দাঁড়িয়ে পড়া, হঠাৎ মোড় ঘুরে যাওয়া ইত্যাদিতে জেরবার অন্যান্য যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ।