অবতক খবর,১৬ মার্চ,মালদা:- মদ্যপ অবস্থায় যুবকের হাতে প্রাণ গেল এক স্থানীয় যুবকের । আহত আরেক যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায় । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায় পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় কালিয়াচক থানার পুলিশ । মৃত ওই যুবকের নাম বিকাশ ঘোষ বয়স ২৮ বছর । পেশায় চা বিক্রেতা।

অভিযুক্ত যুবকের নাম মনোজ ঘোষ । আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রং উৎসবের রাতে কালিয়াচক থানার চরি অনন্তপুর এলাকা দিয়ে মোটরবাইকে করে বিকাশ ঘোষ যাচ্ছিল তখন মদ্যপ অবস্থায় মনোজ ঘোষ তাকে দেখে অসভ্য ভাষায় গালিগালাজ করে বিকাশ সে বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক হাশুয়া দিয়ে কুপিয়ে খুন করে বিকাশ ঘোষ কে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।