অবতক খবর,২ সেপ্টেম্বর: জমে উঠেছিল মদের আসর। কিন্তু কোন কারনে সেখানেই বাঁধে বচসা। আর বচসা চলাকালীন রডের আঘাতে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সরিষার কামার পোল গ্রামপঞ্চায়েতের ভুষণা নুরপুর রোডের গোডাউনে।মৃত ব্যক্তির বদীয়ার লস্কর (৫৩),তিনি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা।

এই ঘটনায় অভিযুক্ত জাকির আলি মোল্লা। তাঁক পারুলিয়া কোস্টাল থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জাকির মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রি। বদীয়ার লস্করের সঙ্গে তার প্রায়ই মদের আসর বসত।উভয়েই সরিষার ভূষণা এলাকার বাসিন্দা।

ডায়মণ্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে জানান, গতকাল রাত এগারোটা নাগাদ খবর পাওয়া যায় যে, এক ব্যক্তির মৃত দেহ পরে আছে ভূষণা নুরপুর অঞ্চলে। সেখানে গিয়ে দেখা যায় মৃত্যু হয়েছে বদীয়ার লস্কর। পরবর্তীতে তদন্ত করে প্রায় দু’ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়।

গত শনিবার সন্ধ্যায় একসঙ্গে বসেই মদ্যপান করছিল তারা এবং কিছু একটা বিষয় নিয়ে ওদের মধ্যে বচসা হয়। আর এতেই রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত রড দিয়ে মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে সবকিছু পরিষ্কার জানা যাবে।
অভিযুক্তকে ৫ দিনে রিমান্ডে নেওয়া হয়েছে।