অবতক খবর,১০ ফেব্রুয়ারী: কামাহাটি বিধায়ক মদন মিত্র বিষয়ে অর্জুন সিং কে কটাক্ষ করে তোপ দেগেছেন।তারই পাল্টা অর্জুন সিং বলেন ও একটা মদখোর মাতাল ওর কথার কোন গুরুত্ব নেই। ও সকালে এক রকম কথা বলে বিকেল এক রকম কথা বলে। ও একটা নাটক বাজ, বাকি কথা বলে মুখ খারাপ করতে চাই না অন্যের কান খারাপ করতে চাই না। মদন মিত্রকে এবার উনার কাউন্সিলরাই ধরে চড় থাপ্পর মারবে।