অবতক খবর,১২ এপ্রিলঃ মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ আগুনে ভস্মীভূত হলো ছয়টি বাড়ি । ঘটনাটি ঘটেছে ভগবানগোলা ব্লক ২ এর আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসানপুর টেকপাড়া এলাকায় । আগুনে ভস্মীভূত হয় সম্ভুনাথ মন্ডল , বিজয় মন্ডল , সন্তোষ মন্ডল , নরেশ মন্ডল , শনত মন্ডল , বুলি মণ্ডলের বাড়ি । স্থানীয় সূত্রে জানা যায় যে গবাদি পশুর জন্য সাজাল জ্বালানো ছিল আর সেই সাজালের আগুন থেকেই প্রথমে আগুন লাগে সম্ভুনাথ মণ্ডলের বাড়িতে তারপরে ধীরে ধীরে আরো পাঁচটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ।
স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষনে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ছয়টি বাড়ি ও বেশ কয়েকটি গবাদি পশু । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর সহ রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক । খবর দেওয়া হয় হয় দমকলে । দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনা স্থলে। কি ঘটনা ঘটেছিল , কিভাবে লাগলো আগুন , কী বলছেন স্থানীয়রা আমরা শুনে নেবো সরাসরি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের মুখ থেকেই।