অবতক খবর,২২ জুলাইঃ সত্য সেলুকাস, কি বিচিত্র এই বঙ্গপ্রদেশ! এই রাজ্যের মূল্যবোধ, চিন্তা চেতনা সবই কলঙ্কিত হতে চলেছে।

মক্কা থেকে মিনাখায় পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছিলেন তৃণমূল প্রার্থী। মিনাখার কুমারজোলর এলাকায় তিনি প্রার্থী হয়েছিলেন।

নির্বাচন ঘোষণা হয়েছিল ৪ জুন,২০২৩। তার আগেই তিনি মক্কায় চলে গিয়েছিলেন। অথচ সেখান থেকে কিভাবে সশরীরে মনোনয়ন পত্র জমা দিলেন তা নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল হাইকোর্টে। এবার ২০ জুলাই সিআইডি’র নেতৃত্বে সেই মামলার তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে’র অধীনে এই তদন্ত হবে। উল্লেখ্য, মিনাখার এই তৃণমূল প্রার্থী ছিলেন মইনুদ্দিন গাজী। কিভাবে তিনি বিদেশ থেকে সশরীরে মনোনয়ন জমা দিলেন,তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।