ভ-নিয়ে কথা
তমাল সাহা
ভিড় হলেই কি ভোট আসে এখানে?
তবে ভ-বর্ণটি ভিড়ে গেছে
ভিড় ও ভোট– এই দুই স্থানে।
ভ-এ ভুল ও ভয় শব্দ দুটিও পাই।
ক্ষমতার রাজনীতির রকম সকম
আমি একদম বুঝিনা ভাই!
গদির জন্য ভ-এ ভাষণ শুনি
কেউ বলেনা
ভ-এ ভাত কোথায় গেলে পাই!
ভ-নিয়ে কথা
তমাল সাহা
ভিড় হলেই কি ভোট আসে এখানে?
তবে ভ-বর্ণটি ভিড়ে গেছে
ভিড় ও ভোট– এই দুই স্থানে।
ভ-এ ভুল ও ভয় শব্দ দুটিও পাই।
ক্ষমতার রাজনীতির রকম সকম
আমি একদম বুঝিনা ভাই!
গদির জন্য ভ-এ ভাষণ শুনি
কেউ বলেনা
ভ-এ ভাত কোথায় গেলে পাই!
Newspaper is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.
© abtakkhabar.com