অবতক খবর,২৮ ফেব্রুয়ারী,ইসলামপুর: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই কয়েকটি ঘরবাড়ি। স্হানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে জেহেরুল নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে।
আগুনের তীব্র এত বেশি ছিল মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্হানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্হানীয় তৃণমূলের নেতৃত্বরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস নেতৃত্বদের।