অবতক খবর,২৯ নভেম্বর : মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ বিধ্বংসী আগুন লক্ষ্য করা যায় বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে। সর্ব প্রথম সেই আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা, এবং তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের ব্যানার্জি বাড়িতে আগুন লেগেছে। তারা তৎক্ষণাৎ ওই বাড়ির বাসিন্দাদের নাম ধরে ডাকাডাকি করেও যখন কোন সারা শব্দ মেলে না তখন তারাই আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলে খবর দেন। পরবর্তীতে দমকম এসে আগুন নেভালে দেখা যায় বিদ্যুৎ ব্যানার্জি নামে ওই বাড়ির বাসিন্দা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ও তার বাবা মারা গিয়েছেন এবং এই ঘটনায়না তার মা অসুস্থ হয়ে পড়েন, ফলে তাকে তড়িঘড়ি বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এছাড়াও এই বিধ্বংসী অগ্নিকান্ডে প্রাণ হারান ওই পরিবারেরই ২ সদস্য, তারা হলেন বিজয় কুমার ব্যানার্জি, বয়স ৯২ এবং বিদ্যুৎ ব্যানার্জি, বয়স ৫৮।
ABTAK EXCLUSIVE