অবতক খবর,৪ সেপ্টেম্বর: টিটাগর থানার পাশে অন্নপূর্ণা দেবী রোডে অফিসের ওপরে বিজেপি কর্মী সুরেশ সাউয়ের বাড়িতে ভোর বেলায় দুটি গাড়িতে চারজন দুষ্কৃতী এসে তিনটি বোম মারে।
সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। তাঁর স্ত্রী চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন। টিটাগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য এলাকায়। চরম আতঙ্কে রয়েছে স্থানীয়রা।
অভিযোগ, বিজেপি করার জন্যেই এই আক্রমণ বলে জানান অশোক পাত্র।









