অবতক খবর: ‘গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন মৃত্যুঘণ্টা না বাজে’, পঞ্চায়েতের আগে ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যকে এভাবেই ফের কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল এখন উত্তরবঙ্গ সফরে। শিলিগুড়িতে বিজেপি-সহ পাহাড়ের দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পরেই রাজ্যকে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, ‘খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, হুমকির রাজনীতি দূর হওয়া দরকার, এটা ভারতের সংবিধান, গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ,’যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক, হাইকোর্টের নির্দেশেও বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠেছে,প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে ভোট দিতে পারেন’।

এখানেই থেমে না থেকে রাজ্যপাল একধাপ এগিয়ে বলেন, ‘যেখানেই হিংসার ঘটনা ঘটবে, আমি সেখানেই আমি যাব’, ‘আমি গ্রাউন্ড জিরো গভর্নর হতে চাই’ । রাজ্যপালের এদিনের মন্তব্য থেকে পরিস্কার আগামী দিনে রাজ্য এবং রাজ্যপাল দ্বৈরথ চওড়া হতে পারে।

প্রসঙ্গত, পঞ্চায়েতে মনোনয়ন ঘিরে অশান্তির জেরে সিভি আনন্দ বোস ভাঙড়, ক্যানিং গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এর আগে রিষড়াতে হিংসার জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকা সংকতের মুখে পড়ছিল। তখনও রাজ্যপাল ছুটে গিয়েছিলেন । এসব থেকে পরিস্কার সাংবিধানিক পদাধিকারী রাজ্যপাল বাস্তব চোখে নিজের চোখে দেখতে বেশি আগ্রহী।