অবতক খবর,২২ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃভোট শেষ হতেই পেটের টানে চাষের কাজে ভিন রাজ্যের পথে যাওয়া শুরু করল মন্তেশ্বর গ্রামের বেশ কিছু মানুষজন আজ মন্তেশ্বর বাজারে বাসের অপেক্ষায় ছিল প্রায় তেরো জনের একটি শ্রমিকের দল। ধান রোওয়ানোর কাজে অন্ধ্রপ্রদেশে যাচ্ছে তারা। দলের সদস্য গোপাল সর্দার, উজ্জ্বল রায়, বিশ্বজিৎ বাগ, ধুলো ঘড়ুই, নীল ঘড়ুই রা বলেন, ‘ বাড়িতে থেকে সারাবছর সেভাবে কোন কাজ পাওয়া যাচ্ছে না। প্রায় মাস তিনেক আগে বোরো ধান কাটার সময় কয়েক দিন কাজ হয়েছিল। মেশিনে ধান কাটার কারণে আগের তুলনায় কাজও কমেছে। বন্ধ রয়েছে একশো দিনের কাজও। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে যাওয়া ছাড়া কোন উপায়ই নেই আমাদের কাছে।’
অন্ধ্রপ্রদেশে চাষের কাজে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়া এক ঠিকাদার কালু হাজরা জানায়, ‘ প্রায় সারা বছরই চাষের কাজ লেগে থাকে অন্ধ্রপ্রদেশে। শ্রমিকেরও প্রয়োজন পড়ে। মন্তেশ্বরের বিভিন্ন এলাকা থেকে অন্ধ্রপ্রদেশে কাজে যায়। রোওয়ানোর কাজ হয়। শ্রমিকরা জানায় এখানে বর্ষার চাষ পুরোদমে হলে এলাকায় কিছু দিন পর ফিরবেন তারা। কিন্তু এলাকায় কাজের অভাবে বারবার কেন পরিযায়ী শ্রমিকদের অন্ধ্রপ্রদেশ কেরা লা চেন্নাই মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ছুটতে হচ্ছে ,এ নিয়ে উঠেছে প্রশ্ন।