ভোট শিক্ষা
তমাল সাহা

১)
দমদম নির্বাচন কেন্দ্রে দন্ত্য স দিয়ে দুজন প্রার্থীর নাম পেয়েছি, তালব্য শ দিয়ে এক প্রার্থীর নাম পেয়েছি, মূর্ধন্য ষ দিয়ে একটি ষণ্ডামার্কা প্রার্থীর নাম পেলে
স শ ও ষ– তিনটি বর্ণই শেখা হয়ে যেত!

২)
এক্সিট পোলে ওই যে হিসাব-নিকেশ করে যারা তাদের জন্য কী বলে!
তাদের কাউকে কি আপনি কোনোদিন দেখেছেন, তারা আপনার কাছে কোনোদিন ভোট বিষয়ে কিছু জানতে চেয়েছেন?

যাকেই জিজ্ঞেস করি সে-ই বলে আমি তো কোনোদিন এদের দেখিনি, আমার কাছেও আসে নি!

তাহলে তারা হিসেব করে কি করে?

৩)
এবার দেখো তুমি পড়েছ কোন অঙ্কবিদের খপ্পরে বলছে অঙ্ক কষবো ফল দেখার পরে

আগে তো জানতাম
আগে অঙ্ক কষে পরে দ্যাখে ফল
এখন দ্যাখ পড়েছিস কার পাল্লায়
এবার তোরা কি করবি বল?

এ নারী কার?
তোর না আমার!