অবতক খবর, সংবাদদাতা :: উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের সমর্থনে মহামিছিলের আয়োজন করলো চণ্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস।মিছিলটিতে অংশ নেয় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়,হাওড়া জেলা পরিষদের সদস্যা রিতুপরনা কর,দক্ষিণ কেন্দ্রের সভাপতি দুলাল কর,দক্ষিণ কেন্দ্রের যুব সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায়,চণ্ডীপুর অঞ্চল প্রধান রেজাউল হক মোল্লা,চণ্ডীপুর অঞ্চল যুব সভাপতি অঞ্জন রুইদাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলটি শুরু হয় চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে বের হয়ে তুলসীবেড়িয়া মোড় পরিক্রমা করে।তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথায় খেলা হবে- ভাঙ্গা পায়েই খেলা হবে, হুইলচেয়ারেই খেলা হবে। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থীকে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী করবেন এলাকার দ্বিতীয় বারের প্রাক্তন বিধায়ক পুলক রায় বলে দাবি করেন তৃণমূল একাংশের।

কয়েকশো যুবক যুবতী এই মিছিলে অংশগ্রহণ করেন তবে মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গতকালই বিজেপির কিছু আসনে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভের আচ এসে পড়ে রাজ্যের সর্বত্র যার প্রভাব আজও প্রতিফলিত হচ্ছে কিন্তু উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিধানসভা আসনে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি এটাই কটাক্ষ করে শাসক শিবিরের কথায় প্রার্থী না থাকলে দেবে কোথা থেকে?তাই এই আসনে বিরোধীরা যে একপ্রকার ওয়াক ওভার দিচ্ছে এটা ধরেই নেওয়া যায়।