অবতক খবর,৩ জুন: আগামীকাল ভোট গণনা।ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভাগ্য নিধারন হবে ব্যারাকপুরের সাংসদ কে হবেন।তবে নিজের সোশ্যাল মিডিয়ায় টুইট করে ভোট গণনা প্রভাবিত করার আশঙ্কা করছেন ব্যারাকপুর লোকসভার বিজেপির প্রার্থী অর্জুন সিং।

তিনি জানিয়েছেন, বিজেপির কাউন্টিং এজেন্টকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গয়েশপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছিল। আজ শুনলাম তাদের থানা থেকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে তিনি আরো জানান, টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ গণনা কেন্দ্রের পাশেই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তৃণমূল কর্মীদের জমায়েত করার কথা জানিয়েছেন। আমি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ করেছি ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোন রাজনৈতিক দলের শিবির করা যায় না।

আর যদি শাসক দল ওখানে তাদের শিবির করেন তাহলে আমাদেরও ক্যাম্প করার অনুমতি দিতে হবে। বিশ্বস্ত সূত্র আমি খবর পেয়েছি পুলিশ আমাদের ভোট গণনার কর্মীদের নাকা চেকিংয়ের নামে আটকানোর চেষ্টা করবে।তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। যেখানে বাধা পাবে সেখানেই পাল্টা হবে।