ভোট ও অভিনয়
তমাল সাহা
জীবনটাই একটা নাটক
তবুও নাটক হয় স্টেজে।
কতরকম নাটক দেখি
রাজনৈতিক ময়দানে
ভোটের আগে
বিভিন্ন রূপসাজে।
মার খাওয়া একটা বড় অভিনয়
সিমপ্যাথি কুড়ানো যায়।
সামনে পিছনে চতুর্দিকে
এত পাইক বরকন্দাজ সান্ত্রী
তাহলে নিরাপত্তা কোথায়?
বাতাস বলে এই বঙ্গে অভিনেতা নেতা হতে পারে
নেতাও বড় মাপের অভিনেতা হয়ে যায়।
ভোটে জিততে কৌশল বড় হয়ে দাঁড়ায়।
ভোটে অভিনয়ের বড় প্রয়োজন
নাহলে জমে এই খোঁয়াড়ে যাবার নির্বাচন!
গীতা ছুঁয়ে
সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় কোর্টে
মানুষের মাথা ছুঁয়ে
সবচেয়ে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয় ভোটে।