অবতক খবর,২৯ মে: ভোট এবং গণনা,এই দুই দিনই বৃষ্টি আমেজ দক্ষণিবঙ্গে!কোথায় কি পূর্বাভাস ?
জানালেন হাওয়া অফিস——

আগামী ১জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ।
শেষ দফার ভোট গ্রহণ হবে মোট ৯টি কেন্দ্র জুড়ে ।এই লোকসভা ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪জুলাই ।
এরি মধ্যে রাজ্যে বৃষ্টির সম্ভাৱনা জানালেন হাওয়া অফিস ।

ইতি মধ্যেই ঘূর্ণি ঝড় রেমাল তান্ডপ চালিয়েছেন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা গুলিতে ।তাঁর জেরে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিলো রাজ্যে ।
কিছুটা স্বস্তির পর ফের মঙ্গলবার থেকে আবহাওয়া নিজের রূপে ফেরে ।গরমের অস্বস্তি ফের রাজ্য জুড়ে দেখা দেয় ।

এরি মধ্যে আবারো আবহাওয়ার পরিবর্তনে ফিরতে পারে রাজ্য বাসীর মুখের হাঁসি জানালেন আলীপুর আবহাওয়া দফতর ।
ভিজতে পারে ভোটগণনার দিনটিও ।আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী , ১জুন শনিবার থেকে টানা ৪দিন ভিজবে দক্ষিণবঙ্গের অঞ্চল গুলি।

সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ঘন্টায় হাওয়ার বেগ থাকবে ৩০,থেকে ৮০,কিলোমিটার ।পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া , বীরভূম ,পূর্ব বর্ধমান,
পশ্চিম বর্ধমানের এই দুদিনেই বৃষ্টির সাথে বইবে ঝোড়ো হাওয়ার।হাওয়ায় বেগ থাকবে ঘন্টায় ৪০,থেকে ৫০,কিলোমিটার।