অবতক খবর,৩ জুন: ভোটের পরও আবারও আগুন জ্বললো ভাঙড়ে ।তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ।হামলায় আহত আইএসএফ এক কর্মী ।

কিন্তু প্রশ্ন, কেন ভোটের পরও অশান্ত ভাঙড় ?কেনই বা বারবার দগ্ধ ভাঙ্গরবাসি ?

ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ।গত ১জুন সেখানে ছিল আসন্ন লোকসভার ভোট গ্রহণ।
এর আগেও ভোটার আমেজে তৃণমূল -আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল ভাঙড় ।আর, এবার আরো একবার
রক্তাক্ত ক্ষতবিক্ষত ভাঙড় ।হিংসায় জ্বলে উঠল গ্রহনপুরী ।

সূত্রের খবর ,মাজেরহাট একলাকায় কয়েকজন তৃণমূল কর্মী পিকনিক থেকে রাতে বাড়ি ফিরছিলেন ,
সেইসময় তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় আইএসএফ এবং তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়
এরপর তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ।

তৃণমূল সূত্রে খবর ,আহত কর্মীদের জিরেনগছা স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । এরপরেই স্থানীয় তৃণমূল নেতা লোকমান মোল্লা
নেতৃত্বে দলীয় কর্মীরা কাশীপুর থানায় যান ।তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থানার সামনে আইএসএফ কর্মীকে মারধর করেন তারা ।
পরে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
গোটা ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।