অবতক খবর,৯ ডিসেম্বর: ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের হাজার চৌষট্টি এলাকায়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। দ্রুত ওই শিশুদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সকলে। প্রত্যেক শিশুরই অবস্থা স্থিতিশীল। এদিনের এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।