অবতক খবর,২ মার্চ: ভেজাল শান্তি ভোগ চাল বাজেয়াপ্ত করল ইসলামপুর থানার পুলিশ। শ্যাম জ্যোতি রাইস মিলের ডিরেক্টর সঞ্জয় কুন্ডুর অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার রামগঞ্জের চাল ব্যাবসায়ী বিমল আগরওয়ালার গোডাউনে হানা দিয়ে ভেজাল জাল চাল বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত বিমল আগরয়ালের দাবি তিনি শ্যাম জ্যোতি রাইস মিল চাল কিনে এনে তা প্যাকটিং করে বাজারে বিক্রি করছে। ভেজাল চাল বিক্রির অভিযোগ উড়িয়ে দিয়েছে।
সূত্রের খবর, শ্যাম জ্যোতি রাইস মিলে শান্তি ভোগ প্যাকেটিং করে বিক্রি হয়। বাজারে এই চালের চাহিদাও ভাল। উত্তর দিনাজপুর ইসলামপুর থানার রামগঞ্জের ব্যাবসায়ী বিমল আগরওয়াল চাল শ্যাম জ্যোতি রাইস মিলের প্যাকেট তৈরী করে খারাপ চাল শান্তি ভোগ বলে বাজারে বিক্রি করছেন।শ্যাম জ্যোতি রাইস মিলের ডিরেক্টর সঞ্জয় কুন্ডু বিমলবাবু এই ভেজাল চাল বিক্রির বন্ধ করার জন্য একাধিকবার জানিয়েছিলেন। বিমলবাবু তার কথায় কর্ণপাত করেন নি। শনিবার শ্যাম জ্যোতি রাইস মিলের ডিরেক্টর সঞ্জয় কুন্ডু ইসলামপুর থানায় ভেজাল চাল বিক্রির অভিযোগ জানান। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে রামগঞ্জের বিমল কুমার আগরওয়ালের গোডাউনে হানা বেশ কিছু ভেজাল চাল বাজেয়াপ্ত করে। শ্যাম জ্যোতি রাইস মিলের বেশ প্যাকেটিং বাজেয়াপ্ত করেছে।সঞ্জয়বাবুর অভিযোগ অস্বীকার করেছেন চাল ব্যাবসায়ী বিমল কুমার আগরওয়াল।তার দাবি তিনি সঞ্জয়বাবুর মিল থেকে শান্তিভোগ চাল কিনে এনে বাজারে বিক্রি করছেন।