অবতক খবর,৫ মার্চ,মুর্শিদাবাদ: ২৭শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত ভুয়ো ভোটার খুঁজতে গতকালকেই জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভার বিধায়ক ও ব্লকের ব্লক সভাপতিদের নিয়ে, ও পৌরসভার পৌরপিতা ও উপ পৌরপিতাদের নিয়ে আলোচনা করেন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান।

তিনি বলেন ভোটার তালিকা নিয়ে নিজ নিজ এলাকায় ভুয়ো ভোটার তালিকা খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নির্দেশ অনুযায়ী জঙ্গিপুর পৌরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের আইলের উপর মাঠপাড়া এলাকায় ভুয়ো ভোটার তালিকা খোঁজার কাজ করছেন পৌরপিতা মফিজুল ইসলাম সহ কর্মীবৃন্দ।