অবতক খবর  : আজ কাঁচরাপাড়া ভূমিপুত্র ও বিজেপির দাপুটে নেতা মুকুল রায়ের জন্মদিন। সেই উপলক্ষে আজ সকালে কাঁচরাপাড়া সিটি লাইফের সামনে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। আর এই উদ্যোগ নেওয়া হয় মুকুল রায় ফ্যানস্ ক্লাবের পক্ষ থেকে। দুঃস্থদের শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ছোট শিশুদের মধ্যে খাতা ও পেন বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়, মন্ডল সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।