অবতক খবর,১ মার্চ: ভুয়ো ভোটার সনাক্তকরণের নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৭ তারিখ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিয়েছিলেন ।
ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন তাঁর নিজ বাসভবনে কর্মীদের নিয়ে বৈঠক করেন এবং নির্দেশ দেন ৭ দিনের মধ্যে ভোটার লিস্টে কোন ভুয়ো ভোটার আছে কিনা তা সনাক্তকরণের জন্য এবং তাদের হাতে আজ তুলে দেওয়া হয় অঞ্চল ও বুধ ভিত্তিক ভোটার লিস্টের তালিকা সেই মতো কর্মীরা সেই ভোটার লিস্টের তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাবেন ও কোন ভুয়ো ভোটার আছে কিনা এলাকায় তা সনাক্ত করবেন। ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, আমাদের আশঙ্কা কিছু আসনে অসুবিধা করতে পারে, আশঙ্কাবোধ করছি।
তাই মিটিং ডেকে ৭ দিনের মধ্যে ভোটার লিস্টের কোন ভুয়ো ভোটার আছে কিনা তার রিপোর্ট দিতে বলেছি এই রিপোর্ট জেলায় পাঠানো হবে ও এরপর রাজ্যে পাঠানো হবে।