অবতক খবর,৬ মার্চ: ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের। গত সোমবার ভোটার তালিকা হাতে নিতেই ডল্টনপুরের ফজলুল সেখের এপিক নাম্বারের সঙ্গে কর্নাটকের এপিক নাম্বারের মিল পায় বিধায়ক নিয়ামত সেখ। আজ জীবিত রফিকুলকে ভোটার তালিকায় মৃত পেয়ে ক্ষুব্ধ বিধায়ক।

দলনেত্রীর নির্দেশমতো ভুয়ো ভোটার খুঁজতে মাঠে নেমেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সহ নেতা কর্মিরা। ভোটার তালিকা হাতে নিয়ে প্রতিটি বুথের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে হরিহরপাড়ার খিদিরপুর সহ কয়েকটি অঞ্চলের ভোটার তালিকা হাতে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন জেলার প্রবীণ বিধায়ক নিয়ামত সেখ। রোজা রেখেই এ দিন পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ নেতা কর্মিরা।