অবতক খবর,দাসপুর,পশ্চিম মেদিনীপুর:- ভুল বুঝিয়ে ধর্মান্তকরনের চেষ্টা! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কুল্টিকরিতে? দাসপুর ব্লকের কুল্টিকরিগ্রামের নারায়ণ দাস বাড়ির থেকে চলছে এই ধরনের কাজ। রুখে দাড়ালো গ্রামবাসী ও অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল। বর্তমানে চারিদিকে এই চক্র চলছে! আসল উদ্দেশ্য কি? পুলিস প্রশাসন কেনো এখনো নীরব?